মাসুদ পারভেজ
চট্টগ্রাম: ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকদের অংশ গ্রহণে তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা সম্মেলনে ১০৪টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ সম্মেলনে দেশ বিদেশের এগারশ’ চিকিৎসক অংশ নেবেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা’। সম্মেলনের উদ্বোধন করবেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল খান।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা সম্মেলনের আয়োজন করছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য আবদুচ ছালাম। অতিথি থাকবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক বায়জিদ খুরশিদ রিয়াজ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আকতার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান, ডা. আমির হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন রেজা, ডা. রুবি দত্ত, শাইখুজ জব্বার প্রমুখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics