Daily Frontier News
Daily Frontier News

দেশবরেণ্য আলেম আল্লামা মুফতি আবদুল মতিনের মৃত্যুতে রফিকুল ইসলামের শোক প্রকাশ

 

মো: হেলাল উদ্দিন মুন্সী ব্রাহ্মণবাড়িয়া:- 

 

রমজান ও জুম’আ রাতে প্রবীণ আলেমেদিন আশেকে রাসুল (ﷺ) দেশবরেণ্য আলেম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সফল সভাপতি ও কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব মুফতি আবদুল মতিন হুজুর আর নেই। তিনি গত ১৩ মার্চ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা আনোয়ার খান মর্ডান হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার আকস্মিক মৃত্যুতে দেশের সুন্নী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। হুজুরের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের মানবাধিকার সম্পাদক যুবনেতা মুহাম্মদ রফিকুল ইসলাম বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি হুজুরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, অধ্যক্ষ আল্লামা মুফতি আবদুল মতিন (রহঃ) এ দেশের শিক্ষাঙ্গনে দীর্ঘ ৩৫ বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছেন। তার পাঠদানে অসংখ্য অগণিত উচ্চ মানের আলেম তৈরি হয়েছে। অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব মুফতি আব্দুল মতিন (রহঃ) এর দুটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রথমটি তার কর্মস্থল কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসায় সকাল ১০ টায়, দ্বিতীয়টি তার জন্মস্থান কসবা উপজেলাস্থ গুপিনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা মধুপুরে বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব মুফতি আব্দুল মতিন (রহঃ) জীবদ্দশায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলার সভাপতির দ্বায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি ০১ ছেলে ০৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তার সহধর্মিণী মৃত্যুবরণ করেন। আল্লাহ তা’আলা উনাকে জান্নাতে আ’লা দান করুক।

Daily Frontier News