সাইফুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি:-
দুর্নীতির ও অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ার তাফালবাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মহিবুল্লাহর অপসারণ চেয়ে মানববন্ধন করা হয়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী অবিভাবক ও সুশীলগন জড়ো হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেন।
এ সময় বক্তারা বলেন মো.মুহিবুল্লাহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজ ইচ্ছেমত মাদ্রাসা পরিচালনা করছেন। এছাড়াও তার বিরুদ্ধে মাদ্রাসার অর্থ আত্মসাৎ ও নিয়োগে অনিয়ম করে দুর্নীতির অভিযোগ আছে। মাদ্রাসার শিক্ষকরা জানান, তিনি বিগত সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে শিক্ষকদের উপর মানসিক অত্যাচার করতেন। তাই এই ব্যক্তি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি পাঠদান মারাত্মকভাবে বিঘ্ন হওয়ার আশংকা রয়েছে। এজন্য বক্তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার পদ থেকে অপসারণ ও তার বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার নিশ্চিতের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন সে জেলার বাহিরে আছে। সুতরাং পরে কথা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক এবং জমি দাতাদের মধ্যে মনোমালিন্য থাকার কারণে মাদ্রাসার নতুন ভবনের কাজ থেমে আছে। এছাড়াও পুরাতন ভবন ঝুঁকিপূর্ণ থাকার কারণে বন্ধ রয়েছে মাদ্রাসার পাঠদান।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics