আফজাল হোসেন চৌধুরী সভাপতি, মাসুদ খান সাধারণ সম্পাদক।
কাউছার মিয়া নরসিংদীঃ-
নরসিংদীর পলাশ উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার চরসিন্দুর বাজারের কলা বাজার(পাকড়াগন্জ বাইতুল এবাদ) জামে মসজিদের ইমাম আবুল বাশার দীর্ঘ ৪৩ বছর যাবত ইমামতি করেছেন। বয়সের কারণে আজ তিনি অবসর গ্রহনের স্বীদ্ধান্ত নেওয়ায় মুসল্লীরা হুজুরের সম্মান রক্ষার্থে নগদ ৫০ হাজার টাকা ও উহার সামগ্রী তুলে দেন মসজিদ কমিটি।
মসজিদ কমিটির সভাপতি আফজাল হোসেন চৌধুরী বলেন,হুজুর দীর্ঘদিন এই মসজিদে ইমামতি করেছেন।আমরা হুজুরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
সাধারণ সম্পাদক মাসুদ খান বলেন, আমি ছোট্ট বেলা থেকে হুজুরকে এই মসজিদে ইমামতি করতে দেখছি, তিনি অত্যন্ত ভাল মানুষ। আমি হুজুরের দীর্ঘায়ু কামনা করি।
সহসভাপতি জুলহাজ বলেন,হুজুরকে বিদায় দিতে কস্ট হচ্ছে, হুজুর আমাদের মাঝে থাকবেন আমরাও হুজুরের খোঁজ খবর নিবো।
উপদেষ্টা সরোয়ার পাঠান বলেন, হুজুর যখন আমাদের মাঝে আসেন তখন তিনার কালো দাড়ি, কালো চুল ছিল।মসজিদটা ছিল ঝোপের মাঝখানে ছোট ছাপড়া ঘর।দীর্ঘ ৪৩ বছর হুজুরের অক্লান্ত পরিশ্রমে আজ অট্টালিকা হয়েছে। হুজুরের সৃতিচারণ করতে গিয়ে সরোয়ার পাঠান আরো বলেন,হুজুরের হাতে একটা লাঠি থাকতো, যেখানেই অন্যায়, জুলুম দেখত তিনি লাঠি দিয়ে প্রতিবাদ করতেন।
উপদেষ্টা আওলাদ হোসেন জনি বলেন, হুজুরকে বিদায় দিলেও তিনি আমাদের মাঝে থাকবেন সবসময়।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics