Daily Frontier News
Daily Frontier News

দীর্ঘদিন অসুস্থতায় নিঃস্ব পরিবার, বাঁচতে চায় দেলোয়ার হোসেন বাবু

 

মো: সামিরুল ইসলাম স্টাফ রিপোর্টার:-

মানুষ মানুষের জন্য এই উক্তিটি বুকে ধারণ করে, বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন অসুস্থ দেলোয়ার হোসেন বাবু ( ২৫) ও তার পরিবার। নিম্নমধ্যবিত্ত পরিবারে রয়েছে তার একটি ৯ মাসের পুত্র সন্তান

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের মাকলাহাট পীরপুকুর গ্রামের বাসিন্দা। প্রায় ৫ বছর ধরে চর্বি টিউমারে আক্রান্ত। পরিবারের একমাত্র উপার্জনকারী দেলোয়ার হোসেন বাবু বর্তমানে কোন রকম চলাফেরা ও শুয়ে বসে দিন পার করছেন। তার টিউমার অপারেশনের জন্য জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি মেডিকেল ঢাকায় আগামীকাল চিকিৎসার জন্য যাবেন I তার এই টিউমার অপারেশনের জন্য প্রায় সাত থেকে আট লাখ টাকা খরচ হবে কিন্তু তার পরিবার কোনমতে ১ লক্ষ টাকা ম্যানেজ করতে পেরেছে I আরো ৫ থেকে ৬ লক্ষ টাকা লাগবে এত টাকা কোথায় পাবে বলে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার এমত অবস্থায় দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে অসহায় পরিবার I

রবিবার ( ১৩ এপ্রিল ) সারোজমিনে গিয়ে জানা গেছে, নিজের সামান্য সম্পত্তিটুকু বিক্রি করে সুস্থতার জন্য বেশ কয়েক দফায় চিকিৎসা নিয়েছেন দেলোয়ার হোসেন বাবু । বর্তমানে তার ডান পায়ে একটি চর্বি টিউমার হয়েছে যা অপারেশনে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার দরকার। আর এই চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব না দেলোয়ার হোসেন বাবু ও তার পরিবারের। তাই এই চিকিৎসা ব্যয় মেটাতে আর্থিক সাহায্যের প্রয়োজন।

তার স্ত্রী পারভিন বেগম বলেন, আমার একটি মাত্র ৯ মাসের বাচ্চা আছে । এই সংসারে স্বামী (দেলোয়ার হোসেন) ছাড়া আয় করার মত কেউ নেই। টাকা পয়সা যা ছিলো আমার স্বামীকে বাচাতে সবই শেষ এখন নিঃস্ব। যদি সরকারের পক্ষ হইতে বা বিত্তবান মানুষ সাহায্য করতো তাহলে আমার স্বামীকে চিকিৎসা করাতে পারতাম। একেবারে নিরুপায় হয়ে হাত বাড়িয়েছি। সবাই একটু দয়া কইরেন।

তার প্রতিবেশিরা বলেন, স্বল্প আয় ও ধারদেনা করে এতদিন চিকিৎসার খরচ মিটিয়েছেন। এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। বর্তমানে চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তার বৃদ্ধ বাবা মা তার ছেলের জন্য দোয়া চেয়েছেন এবং সমাজের বিত্তবানদের সাহায্য চেয়েছেন I

ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। এজন্য সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য আবেদন করছি। আমাদের সকলের সহযোগিতায় ঘুরে দাঁড়াতে পারে একটি পরিবারে। ফিরে পেতে পারেন চর্বি টিউমারমুক্ত একটি সুন্দর সুখের জীবন। মানবিক দিক বিবেচনা করে আপনারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন তার পাশে।

সাহায্য পাঠানোর ঠিকানা- রোগীর স্ত্রী পারভিন বেগম বিকাশ – নগদ ০১৭০৩৮১৫৮১৩

Daily Frontier News