Daily Frontier News
Daily Frontier News

দারুন ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর পুরস্কার বিতরণীয় বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,

 

মো: ছালেক উদ্দিন, বিশ্বনাথ প্রতিনিধিঃ-

বিশ্বনাথ উপজেলা রামপাশা ইউনিয়নে পালের চক নতুন জামে মসজিদ শাখায় পবিত্র রমজান মাস ব্যাপী কুরআন শিক্ষা পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়,উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় করেন দাদুভাই ছইল মিয়া ও হাজী মুনসুর আলী সাহেব।

আজ ২৭শে মার্চ রোজ বৃহস্পতিবার পালের চক নতুন জামে মসজিদ শাখায় দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের কারী সাইদুজ্জামান শিমুলের সঞ্চালনায় ও মজিদিয়া ফুলতলি ট্রাস্টের সভাপতি জনাব মতিন মিয়ার সভাপতিতে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।

দারুন ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী ও ধর্মীয় শিক্ষক মাওলানা হুসাইন আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলী ট্রাস্টের এর প্রধান ক্বারী মিসবাহ উদ্দিন সিরাজী,
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন দারুন ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের সহ সভাপতি ফারুক মিয়া, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশানের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, মজিদিয়া ফুলতলি ট্রাস্টের ক্বারী রাহিম খান, মজিদিয়া ফুলতলী ট্রাস্টের ক্বারী মইনুদ্দিন প্রমুখ সহ।

মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মাস ব্যাপী কোরান শিক্ষার অংশ জামাতে খামিজ শাখায় প্রথম স্থান অর্জন করেন আয়েশা সিদ্দিকি বুশরা, দ্বিতীয় স্থান অর্জন করেন ফাইমুল ইসলাম, তৃতীয় স্থান অর্জন করেন ফাহিম আহমদ গনি, গজল শাখায় প্রথম স্থান অর্জন করেন মোনালিসা আক্তার ঊর্মি, দ্বিতীয় স্থান অর্জন করেন ফাহিম আহমদ গনি, তৃতীয় স্থান অর্জন করেন আয়েশা সিদ্দিকী বুশরা।

সর্বশেষ মিলাদ পরিচালনা করেন পালের চক নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, দোয়া পরিচালনা করেন ফুলতলী মজিয়া ট্রাস্টের প্রদান কারী মিসবাহ উদ্দিন সিরাজী।

Daily Frontier News