Daily Frontier News
Daily Frontier News

তিতাস যেন কখনো নবীনগরবাসীর কান্নার কারন না হয় ইউএনও ।

 

 

মাসুম মির্জা

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী, তিতাস নদীকে বাঁচানোর লক্ষ্যে, যানজট নিরসন, ভাড়া কমানোর জন্য গণশুনানি সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, তার ই ধারাবাহিকতায় বুধবার সরেজমিনে তিতাসের ময়লার স্তুপের সামনে দাড়িয়ে ময়লা আবর্জনা সরানোর কাজ নিজে দাড়িয়ে থেকে দিকনির্দেশনা দেন, এ সময় তিনি বলেন তিতাস যেন কখনো নবীনগরবাসীর কান্নার কারন না হয়!!তিতাস একটি নদীর নাম”ধনুকের মতন বাঁকা তিতাসের পাড় দেখলে মনে হয় নবীনগরে তিতাসের জন্ম খুব অবহেলায় বেড়ে ওঠা।
আমরা নির্মম লুটেরা হয়ে তিতাসের পাড় দখল করি। অভিচারের মতন নদীর তীরে ময়লা-আবর্জনা ফেলে তিতাসকে ভাগাড়ে পরিণত করি। তিতাসের নির্মল-স্বচ্ছ পানিকে করি দূষিত।তবে আর না, নবীনগরের পৌরবাসী!!নবীনগর পৌরসভার উদ্যোগে তিতাস নদীর পাড়ে শুরু হয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান।আমরা তিতাস নদীকে শতভাগ দূষণমুক্ত করতে চাই।আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করে নবীনগর পৌরসভার এই উদ্যোগকে ফলপ্রসূ ও কার্যকর করি।তিতাস যেন কখনো নবীনগরবাসীর কান্নার কারন না হয় আসুন সবাই মিলেমিশে আমাদের নগরী কে গড়ে তুলি সুন্দর পরিবেশে। পরিশেষে নবীনগরবাসির সহযোগিতা কামনা করেন তিনি।

Daily Frontier News