সুপ্রিয়_সাহিত্য_সারথি,
বাংলা সাহিত্যের অনিবার্য কিংবদন্তি মহাকালের
কবি আল মাহমুদ সাহিত্য ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ অসামরিক পদক “স্বাধীনতা পুরস্কার -২০২৫” এ ভূষিত হওয়ায় সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক “ঐশী বাংলা” পত্রিকার উদ্যোগে কবির বহু স্মৃতি বিজড়িত নিজ জেলা শহরে এক বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত স্মরণ সভায় উপস্থিত হয়ে কবির আত্মার শান্তি প্রার্থনায় শরীক হওয়ার অনুরোধ রাখছি।
অনুষ্ঠান সূচী:
#প্রথম_পর্ব: ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মৌড়াইলস্থ কবির কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া।
#দ্বিতীয়_পর্ব: কবির বর্ণাঢ্য জীবন ও সৃষ্টিশীল সাহিত্য কর্মের উপর পর্যালোচনা ও কবিতা পাঠ। (সবার জন্য উন্মুক্ত)
#তারিখ_ও_সময়:
১৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ, বিকেল ৩টায়।
#ভেন্যু: পথিকটিভি মিডিয়া সেন্টার,
ইয়াদ কমপ্লেক্স, (৪র্থ তলা) টি, এ রোড (রেলক্রসিং সন্নিকটে)। ব্রাহ্মণবাড়িয়া।
প্রয়োজনে: 01718293798
#আয়োজনে: পথিক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics