Daily Frontier News
Daily Frontier News

তিতাসে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান     

হালিম সৈকত, কুমিল্লা।। 
তিতাসে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার দিনব্যাপী নানান খেলাধুলা,  সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু।
সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মহসিন সরকার মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, এস এম আরিফুল হক, লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হালিম ও সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন বাবুল।
সার্বিক সহযোগিতায় ছিলেন প্রধান শিক্ষক মোসাঃ নাজমা আক্তার।  সঞ্চালনায় ছিলেন সরকারি শিক্ষক মোঃ নাজমুল হাসান মুরাদ, খেলা পরিচালনা করেন সহকারি শিক্ষক তাইজুদ্দিন আহমেদ খোকন।
এসময় আরও উপস্থিত ছিলেন,  এমএমসির কো-অপ্ট সদস্য টিটন সরকার টিটু, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ বাতেন মিয়া, অভিভাবক সদস্য মমোঃ খোকন মিয়া,  সহকারি শিক্ষক অনিতা রানী পোদ্দার,  হাবিবুর রহমান ফারুক, মোঃ মনিরুল ইসলাম,মোঃ আমির হোসেন, কাকলী রায়, মোঃ হানিফ মিয়া প্রমূখ।
Daily Frontier News