আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ::
সুনামগঞ্জের তাহিরপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে পাক হানাদার মুক্ত দিবস।
দিবসটি উপলক্ষে সোমবার (৪ ডিসেম্বর) সকালে রাজাকারদের প্রতীকী মঞ্চে ফাঁসির মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রৌজ আলী, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, বীর মুক্তিযোদ্ধার সন্তান ওয়াহীদ খসরু, বিল্লাল আহমদ প্রমুখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics