তাহিরপুর প্রতিনিধি:-
প্রতিটি সৃষ্টিই, মৃত্যুর স্বাধ গ্রহণ করিতে হইবে, নিয়তির নিয়মেই চলছে আসা যাওয়ার খেলা। তবুও, সন্তান নাহি পাড়ে, মায়ের মৃত্যুর যন্ত্রণা সইতে। বুলিতে না পাড়িয়া, ব্যথা ব্যতীত হয়ে আঁকি জলে শ্রাবণের দ্বারা বয়ে দু-নয়নের জলে। তাঁর নিয়মেই, তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের মাতা জায়েদা বেগম না ফেরার দেশে চলে।
আজ( ৬ মে )শুক্রবার রাত সাড়ে ১০টার সময় তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭০বছর। দীর্ঘ দিন তিনি বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন ।
মৃত্যু কালে রেখে গেছেন অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী।
যুবদল নেতা জাহাঙ্গীর আলম এর মাতার মৃত্যুতে, সমবেদনা জানান,তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, তাহিরপুর সদর ইউনিয়নের ইউ/পি সদস্য তোজাম্মিল হোসেন নাসরুম, ইউ/পি সদস্য আকসান আখঞ্জী, াংবাদিক আহমেদ কবির সাংবাদিক শামছুল আলম আখঞ্জী , ময়না মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সন্তান শাহীন আখঞ্জী ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারা।
আগামী কাল সকাল ১০টার সময় নিজ বাড়ির মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics