Daily Frontier News
Daily Frontier News

তাহিরপুরে গ্রীষ্মকাল শেষ হতে না হতেই, বর্ষার থই থই জল

 

এস এ আখঞ্জী :-

নিয়তি যে আপন মহিমায় খেলে, যখন খুশি তখন সাজে ,ভাটির জনপদে প্রমাণ করে, গ্রীষ্মকাল শেষ হতে না হতেই, বর্ষার থই থই জল।

গ্রীষ্মের ( Summer) উত্তাপ বৈশাখ- জ্যেষ্ঠ মাসে সোনালি ফসল আর ফল পরিপূর্ণ ভাবে পাঁকে। কৃষক- কৃষানির কষ্টার্জিত ফসল ঘরে তুলে। আম, কাঁঠাল, আর নতুন ধানের পিঠা উৎসব জমে উঠে হাওরাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে । আনন্দে আড্ডা জমে উঠে উঠান কিংবা সড়কে। বৃদ্ধ, জোয়ান রাত বারোটা থেকে দোটা অবধি শীতল বাতাসে ঠান্ডা হওয়ার জন্য গৃহের বাহিরে অবস্থান করে, উত্তাপ এই
গ্রীষ্মে কৃষানির মুচকি হাসি, মুখে পান, লাল করে দেয় আঙ্গিনায় ।

গ্রীষ্মের মধ্যাহ্ন সময়ে, হঠাৎ করেই, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি আর ভারী বৃষ্টির ফলে, থই থই জলে রূপ নিয়েছে বর্ষাকাল। সরৠতুর নিয়মের পরিবর্তন ঘটিয়ে, গ্রীষ্মকালের তাপমাত্রাকে ম্লান করে, শীতল বাতাস আর ভারি বৃষ্টি, ঘোলা জল হাওর, নদীর কানায় কানায় পরিপূর্ণ। এসবের ফলে জ্যেষ্ঠের ফসলি জমিতে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। ধান, বাদামসহ বিভিন্ন শস্যপূর্ণের। এতে চাষিরা দিশেহারা। বসত বাড়ীতে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি গ্রহণে হাওরবাসীর নিতে পারেননি। যোগাযোগের ঘটেছে বিঘ্নিতি। অকাল বর্ষার রূপ নেওয়া, ভাটির জনপদের মানুষ
সৃষ্টি হয়েছে দুর্ভোগ ।

 

বর্ষার রূপ ধারণ করায়, নৌযানের উপর একমাত্র নির্ভরশীল। শিক্ষা,চিকিংসা, যোগাযোগের মাধ্যম নৌযান। পানি বন্দি হয়ে হাওরের পাড়ের মানুষ। মুক্তমনে ঘুড়ে বেড়াতে পারে নৌযান ছাড়া। সৃষ্টি হয় অনেক সমস্যা । রাস্তা ঘাটে খেঁদা, প্রতিটি শিশুকে নজরদারিতে রাখতে হয়, স্বজনেরা। নদীর পাড়ে গেলেই ঘটতে দুর্ঘটনা ।

শিক্ষা গ্রহণে শিক্ষার্থীরা প্রতিদিন পাঠশালায় যেতে পারেনা। ঝড়, বৃষ্টি আর আফাল ঢেউয়ের কবলে নৌযানের ঝুঁকি থাকে ,যোগাযোগের সৃষ্টি হয় ব্যাঘাত ।

প্রসূতি মায়ের চিকিত্সার সেবা গ্রহণে, হাসপাতালে যাওয়া আসা জন্য একমাত্র নির্ভর নৌকা। এই যানটি দ্রুত সময়ে পৌচ্ছতে পারে না যাঁর ফলে মৃত্যু হার বেড়ে যায় হাওরাঞ্চলের প্রসূতি মায়েদের।

পরিপূর্ণ জায়গা না থাকায় , স্যানিটেশন ব্যবস্থার ত্রুটি থাকে। যাঁর ফলে, উম্মুক জলাশয়ে প্রকৃতির কাজ সাড় মানুষ। এর ফলে শিশুর ডায়রিয়া রোগে আক্রান্ত বেশি।

নেই পয়নিস্কাশনের ব্যবস্থা, যাঁর ফলে, ময়লা আবর্জনা যত্রতত্র
ফেলতে বাধ্য হয় জনতা। এর ফলে রোগ জীবানু সৃষ্টি হয় বেশী ।
যোগাযোগের একমাত্র মাধ্যম নৌযান। ইচ্ছা করলেই তরুদ গতি এক স্থান হতে অন্য স্থানে যাওয়া যায় না।
যাঁর ফলে, অনেক উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত হতে হয়।
বর্ষাকাল আসলেই ভাটির জনপদের মানুষের জন্য সমস্যা ।

হঠাৎ জলে গ্রীষ্মকালেই, বর্ষার দখলে, তাহিরপুর উপজেলার সব কয়টি হাওর-বাওর নদী-নালা খাল-বিল।রাস্তা ঘাট
তলিয়ে গেছে জলে।
গৃহ বন্দি মানুষ । জলের দখলে পুরোপুরি এলাকা। জল আর জলে করে টলমল । স্থানান্তরিত হতে নৌকাই একমাত্র ভরসা । দেখে মনে হয়, সাগরে আমরা । এর সীমাহীন আঁকার ধারণ করে, বিশাল জল রাজ্যের পরিণতি গুটা হাওর এলাকা ।

উপজেলা হাওর পাড়ের নৌ শ্রমিক মাসুক মিয়া জানান, বর্ষা আমাদের জন্য যেমন সমস্যা সৃষ্টি,অন্য দিকে নৌ শ্রমিকদের কর্মের সৃষ্টি হয়। মানুষের কল্যাণে সাথে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটে ।

এ ব্যাপারে হাওর পাড়ের সংবাদ কর্মী আহমেদ কবির বলেন, জল আর স্থল নিয়েই, হাওরাঞ্চলের মানুষের জনজীবন। আমার জন্মের পর থেকেই দেখছি,জল স্থলের খেলা। প্রকৃতির নিয়ম,তাঁর আপন গতিতেই চলছে। জল না হলে, পয়নিস্কাশন ব্যবস্থা অচল।
আর স্থল না হলে কৃষি পণ চাষাবাদ হবে বিকল। সময় উপযোগী হলে, দুটোই হাওর পাড়ের জন্য মঙ্গল।

Daily Frontier News