Daily Frontier News
Daily Frontier News

তালা উপজেলা খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাগ বাজার অবৈধভাবে সরকারি খাসজমি দখল।

 

আল আমিন সরদার সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানা দিন খলিষখালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড কাশিয়া ডাঙ্গা গ্রামের বাজারের জায়গা অবৈধভাবে দখল দিয়ে আছে এমন প্রশ্ন সবার মুখে মুখে।

এ ব্যাপারে নাম-না-জানা ব্যক্তি জানায় কাশিয়াডাঙ্গা বাজারের পরেই 12 শতক জমি নিয়ে তিনটা দোকান একটি খামার ও একটি ঘর করেই দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন রফিকুল নামে এক ব্যক্তি তার গ্রামের বাড়ি তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া ইউনিয়নের ভারসা গ্রামে কথা বললেই তিনি বলছে আমার হাত তো অনেক লম্বা বেশি কথা বললে দেখিয়ে দেবে এমনকি এই খাস জমি বিক্রি করেও লোকের কাছ থেকে নিয়েছে মোটা অংকের টাকা।

এ ব্যাপারে রফিকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন আপনি সাংবাদিক হন জায় হন সেটা আমার দেখার বিষয় নয় আমি জমিটা ভূমি অফিসার কাছ থেকে নিয়েছি টাকা দিয়ে কিন্তু আমার বিরুদ্ধে নিউজ হলে আপনার আমি দেখে নেব আমার ভাই একজন ডিআইজি আমাকে চেনো তুমি।

এ ব্যাপারে ভূমি অফিসারের শহিদুল কাছে জানতে চাইলে তিনি বলেন জমি টা অবৈধভাবে দখলে আছে আরো বলেন আমি কোন টাকা পয়সা নিয়ে নি আমি তো সবে মাত্র এসেছি এর আগে এসেছিল তাকে ধরেন আরো বলেন আমরা চাকরি করছি বলে নষ্ট হয়ে গেছি নাকি।

এ ব্যাপারে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যোগাযোগে করলে তিনি বলেন যদি কেউ অবৈধভাবে দখল থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনার একটা লিখিত অভিযোগ দিন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Daily Frontier News