Daily Frontier News
Daily Frontier News

তালায় ৩ দিন ব্যাপী কন্দাল জাতীয় ফসল উৎপাদন উন্নয়নে কৃষি মেলা অনুষ্ঠিত

 

শাহিন বিশ্বাস জেলা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধীদপ্তরের আয়জনে কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্তরে ৩ দিন ব্যাপী কৃষি মেলায় পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ১২ নভেম্বর থেকে ১৪নভেম্বর তিন দিন ব্যাপী চলা অনুষ্ঠানের সপাপনি দিনে উপজেলা কৃষি অফিসার হাজিরা বেগমের সভাপতিত্বে,
প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম,
প্রানী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোহনা মেহরাজ মুন,বিআরডিবি কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোমিনুর রহমান খান, আর্দশ কৃষক মো: আমিনুর রহমান, মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসে প্রদর্শনীতে এ মেলায় সর্বমোট
১৬টি প্রদর্শিনী ষ্টল কন্দাল জাতের ফসল অর্থাত মাটির নিচে যে সকল ফসল ফলে সে বিষয়ের উপর অংশ গ্রহন করে। এ সময় সকল কর্মকর্তারা ষ্টল ঘুরে দেখেন ।
উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আয়রেট জাতের মুখী কচু, দেশীও পিয়াজ,রশুন, মেটে আলু, মান কচু, গোল আলু,পানি কচু,লতি কচু, বস্তা পদ্ধতিতে স্হানীয় আদা চাষ, বারি জাতের মিষ্টি আলু, দেশী পদ্ধতিতে ফসল সংরক্ষনাগার, পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ খাদ্য ফসল উৎপাদন, ও ফসল সুরক্ষায় কিটনাশক, জৈব বালাই নাশক, সহ জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়া চাষাবাদ পদ্ধতির প্রদর্শিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় অংশ গ্রহনকারীদের মাঝে ১৬ টি বিজয়ী – শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয়।
টাটা ক্রপকেয়ার কোম্পানির ষ্টলে প্রদর্শিত বালাই নাশক ও জৈব সার প্রশংশিত হওয়ায়
শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
এছাড়া শাহিনুর রহমান কুমিরা, কার্তিক কুমার ঘোষ,রবিউল ইসলামকে
স্মারক প্রদানের মধ্যো দিয়ে
মেলার সমাপ্তি হয়। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা এস চৈতান্ন সাহা।

Daily Frontier News