Daily Frontier News
Daily Frontier News

ঢাকা- সিলেট ও মৌলভীবাজারের মিলনস্থল শেরপুরে বাসের চাপায় নিহত ১ আহত ২ পুলিশ সহ অর্ধশতাধিক যাত্রী

 

 

 

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ থেকেঃ-

 

ঢাকা- সিলেট ও মৌলভীবাজারের বাজারের মিলনস্থল শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে কর্তব্যরত কাজে থাকা অবস্থায় ৩জন পুলিশ সদস্যকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ পুলিশ সদস্যকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় অপর দুটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই উল্টে যায়। এতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাকিব আলী রানা নামের এক কনস্টেবল মৃত্যুর কোলে ঢলে পড়েন। এবং অপর দুই পুলিশ সদস্য সহ বাসযাত্রী প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। তবে, এ রিপোর্ট লিখা পর্যন্ত বাসের আহত যাত্রী কারো কোন পরিচয় পাওয়া যায়নি। আহত দুই পুলিশ সদস্যকে আশংখাজনক ভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

আহতদের মধ্যে সিলেটের বিশ্বনাথের পশ্চিম শ্বাসরাম গ্রামের আতাউর রহমান গুলজারের পুত্র কামরানুর রহমান ও আনিস আহমেদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহত রাকিব আলীর লাশ মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে ডিউটিতে থাকা ৩ পুলিশ সদস্য শেরপুর পুলিশ ফাড়িঁর কনস্টেবল তারা। ভোর ৪টার দিকে একটি নৈশবাস নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর পয়েন্টে ডিউটিরত পুলিশ সদস্যদের চাপা দেয়। এই ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং অপর দুইজন পুলিশ আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (৮ মে) ভোর রাত ৪টার দিকে ঢাকা- সিলেট ও মৌলভীবাজারের মিলনস্থল শেরপুর মুক্তিযোদ্ধা চত্তরে।

নিতহ সিলেট রেঞ্জ পুলিশের সদস্য রাকিব আলী রানার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে। এঘটনার খবর পেয়ে নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারে চলছে শোকের মাতম।

Daily Frontier News