Daily Frontier News
Daily Frontier News

ঢাকাস্থ বিজয়নগর উপজেলা সমিতির কমিটি গঠন অধ্যাপক ড. আবদুল বাছির (ঢাবি) সভাপতি, মিয়া মোহাম্মদ সেলিমকে সাধারণ সম্পাদক

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ- 

.  জেলা ব্রাহ্মণবাড়িয়া ঢাকাস্থ বিজয়নগর উপজেলা সমিতির কমিটি গঠন অধ্যাপক ড. আবদুল বাছির (ঢাবি) সভাপতি। মিয়া মোহাম্মদ সেলিমকে সাধারণ সম্পাদক।

. বিজয়নগর উপজেলা সমিতি ঢাকার সাধারণ সভা রোজ শনিবার, ১১ই নভেম্বর ২০২৩ইং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

.  উক্ত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বিজয়নগর উপজেলা সমিতি ঢাকার আহবায়ক অধ্যাপক ড. আবদুল বাছির।

.   অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিএসসির সাবেক চেয়ারম্যান ও পুলিশের সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল হক চৌধুরী, পিপিএম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ও জি টেক সলিউশিন লিমিটেডের উপদেষ্টা জাফর উল্লাহ খান, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম চৌধুরী বিপিএম, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক ড. তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এমরান জাহান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ সচিব জগদীশ চন্দ্র দেবনাথ, লিরিক গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মিয়া মোহাম্মদ সেলিম ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

.   অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক,আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সহকারী ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম।

.  সভায় সর্বসম্মতি ক্রমে কণ্ঠ ভোটে আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. আবদুল বাছির কে সভাপতি ও মিয়া মোহাম্মদ সেলিমকে সাধারণ সম্পাদক ও এ এস এম লোকমান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ (একত্রিশ) সদস্য বিশিষ্ট বিজয়নগর উপজেলা সমিতি ঢাকার কমিটি গঠন করা হয়। এ ছাড়াও সভায় গঠনতন্ত্র অনুমোদন ও ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

.  বিষয়ে সঠিক তথ্য-উপাত্ত দিয়ে নিশ্চিত করেন (প্রেস বিজ্ঞপ্তির) মাধ্যমে সংগঠনের দপ্তর সম্পাদক,আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সহকারী ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম।

Daily Frontier News