বিশেষ প্রতিনিধি: মোঃ মোস্তাফিজুর রহমান
নীলফামারীর
ডোমার থানাধীন সোনারায় ছোট হুজুর পাড়া গ্রামে প্রতিষ্ঠিত জামিরবাড়ী একরামিয়া ফোরকানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিংয়ের কোরআনে হাফেজ ছাত্রদের পাগড়ী বিতরণ করা হয়েছে।
এতিমখানার সভাপতি জনাব মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামিরবাড়ী একরামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ খন্দকার একরামুল হক (বাদশা), জামিরবাড়ী একরামিয়া দরবার শরীফের গদীনিশীন পীর সৈয়দ খন্দকার এরফানুল হক, জামিরবাড়ী একরামিয়া ফোরকানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিংয়ের ঈদগাঁও ময়দানের ইমাম আলহাজ্ব মোজাম্মেল হক, জামিরবাড়ী একরামিয়া ফোরকানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিংয়ের মুহতামিম হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।
নামাজ শেষে হাফেজ ছাত্রদের পাগড়ী পড়িয়ে দেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা তরিকুল ইসলাম। মোঃ মারুফ ইসলাম, মোঃ আশিকুর রহমান ও মোঃ মোস্তাকিম ইসলাম তিনজন ছাত্রকে পাগড়ী বিতরণ করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics