আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
. গত ১৪ই আগস্ট (বুধবার) ডেইলি ফ্রন্টিয়ার.নিউজ সহ বিভিন্ন মিডিয়াতে বিজয়নগরে একই কক্ষে ৫৭৩জন শিক্ষার্থীর পাঠদান শিরোনামে খবর প্রকাশের ফলে শিক্ষা অধিদপ্তর এর ইমারজেন্সি ফান্ড থেকে শিক্ষার্থীদের বিকল্প টিনশেডের ব্যবস্থা করার জন্য তিন লক্ষ টাকা অনুদান পেল।
. এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের অভিমতে জানান, শিক্ষার্থীরা একই রুমে অনেক কষ্ট করে পাঠদান করতে হয়েছিল। বর্তমানে বিকল্প টিনসেডের ব্যবস্থা করার কথা শুনে খুব ভালো লাগলো। আপাতত তাদের পাঠদানের জন্য ভালো হবে। ধন্যবাদ সকল মিডিয়াকর্মীদের কে।
. এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বর্ণজিত দেব, মিডিয়া কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আপনাদের খবর প্রকাশের জন্যই এত দ্রুত অনুদান পাওয়া সম্ভব হয়েছে। আমি আগেই আবেদন করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে সেটা দেরি হয়েছে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics