Daily Frontier News
Daily Frontier News

ডুমুরিয়ার আটলিয়ায় পূর্ব শত্রুতার জেরে মৎস্য ঘেরে বিষ ট্যাবলেট প্রয়োগ, ৬০ হাজার টাকার চিংড়ি নিধনের অভিযোগ।

 

মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।

ডুমুরিয়ার আটলিয়ায় সাশারডাঙ্গী মৎস্য ঘেরে বিষ ট্যাবলেট প্রয়োগ করে বাগদা ও গলদার চিংড়ি মাছ মেরে নিধন করার অভিযোগ উঠেছে শ্যামল সরদার (৪০) নামের ব্যাক্তির বিরুদ্ধ । সে উপজেলার নিচুখালী গ্রামের মৃত, প্রফুল্ল সরদারের ছেলে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে কোন এক সময়ে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৬০ হাজার টাকার চিংড়ি মাছ মারা গিয়ে ক্ষতি সাধন হয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী উপজেলার মঠবাড়িয়া গ্রামের রিজাউল মোল্যা বাদী হয়ে আজ শনিবার ডুমুরিয়া থানায় শ্যামল সরদারের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সুত্র ও থানায় দায়ের কৃত অভিযোগ সত্রে জানা গেছে মঠবাবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য হাসানুজ্জামান মোড়ল গংদের ৫ বিঘা জমি হারিতে নিয়ে রিজাউল মোল্যা দুই মাস পূর্বে হিমায়িত রপ্তানি যোগ্য বাগদা ও গলদার পোনা ছাড়ে। উক্ত বাগদা চিংড়ি প্রায় বিক্রিয় উপযুক্ত হয়। কিন্তু পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ শ্যামল সরদার ভুক্তভোগীর ঘেরে বিষ ট্যাবলেট প্রয়োগ করেছে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে থানা পুলিশ জানান, সরেজমিনে তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

Daily Frontier News