Daily Frontier News
Daily Frontier News

ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া–মোহাম্মদ হাবিবুর রহমান 

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

.       জেলা ব্রাহ্মণবাড়িয়া,বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ২১ ব্যাচের কর্মকর্তা এবং ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান (বয়স-৫০) ১৮ই ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ নিজ অফিস কক্ষে কর্তব্যকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জেলা

.    প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত।

.       সরকারী চাকুরীজীবী হিসেবে ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান একজন দায়িত্বশীল ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান-এঁর মৃত্যুতে দেশ একজন দক্ষ, মেধাবী ও প্রতিশ্রুতিশীল কর্মকর্তাকে হারাল।

.        আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন মরহুমকে জান্নাতবাসী করুন। আমিন।

 

Daily Frontier News