দলিল উদ্দিন গাজীপুর
এই ড্রেন থেকে খুলি উদ্ধার করা হয়
গাজীপুরের টঙ্গী স্টেশনের সিডিএল ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নির্মাণাধীন ড্রেন থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে খুলিটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য এটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টঙ্গী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই সাফায়ত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
টঙ্গী থানার এসআই আশরাফুল ইসলাম জানান, এটা নিশ্চিত মানুষের মাথার খুলি। তবে নারীর না পুরুষের তা বোঝা যায়নি। মুখের উপরের পাটিতে ১৩টি দাঁত আছে। মাথার মগজ থেকে রক্ত বের হচ্ছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি নির্মাণাধীন ড্রেনে পথচারীরা মানুষের মাথার খুলি পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে খুলি উদ্ধার করে। সিআইডি পরীক্ষা করে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics