মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ
“প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে ” শীর্ষক স্লোগানে জয়পুরহাটে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৫ জুন) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর তানভীর গাজী।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ অন্যান্যরা।
এ সময় পরিবেশের নানা সমস্যার দিক তুলে ধরে তার সমাধানে নানা পদক্ষেপ গ্রহণ করা হয় এবং আলোচনা সভা শেষে পরিবেশের উপর কুইজ প্রতিযোগিতার বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics