ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. জাতীয় দ্বাদশ সংসদ সদস্য নির্বাচনে,জেলা ব্রাহ্মণবাড়িয়া ছয় টি সংসদ সদস্য আসনে ৩০শে নভেম্বর বিকাল ৪ টা নাগাদ, বিভিন্ন দলের ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মনোয়ন পত্র রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট দাখিল করেছেন ৫৩ জন।আগামী ৩রা ডিসেম্বর সকাল ১০:৩০ ঘটিকা হইতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাছাইপর্ব শুরু করার কথা রয়েছে ।
. জাতীয় সংসদীয় আসন-২৪৩. ব্রাহ্মণবাড়িয়া-১(০১) জনাব বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন – ০১৭১৩-০০৪০৩৪. বাংলাদেশ আওয়ামী লীগ।(০২) জনাব মো: জাকির হোসেন চৌধুরী-০১৭৮০-৮০২৫৬২,জাকের পার্টি।(০৩) জনাব এস.এ.কে একরামুজ্জামান-স্বতন্ত্র।(০৪) জনাব মো: ইসলাম উদ্দিন- ০১৭১১-৪৬০১৩৩-বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।(০৫) জনাব মুহাম্মদ শাহনুল করিম ০১৭১৪-৫৯০১৯১-জাতীয় পার্টি।(০৬) জনাব মোহাম্মদ বকুল হসেন-ওয়ার্কার্স পার্টি–০১৭২১-১০০৭২৯।(০৭) জনাব আব্দুল মান্নান-স্বতন্ত্র-০১৭১৫-৯২৭০৫১।(০৮) জনাব রোমা আক্তার-স্বতন্ত্র-০১৭১১-৮০১৩৬৮।(০৯) জনাব এ.টি.এম মনিরুজ্জামান সরকার-স্বতন্ত্র।
. জাতীয় সংসদীয় আসন-২৪৪.
ব্রাহ্মণবাড়িয়া-২.(০১) জনাব জহিরুল ইসলাম (জুয়েল)-০১৭১২-৫৮২১৪৬-জাকের পার্টি।(০২) জনাব মোঃ শাহজাহান আলম-০১৭১১- ৫২৮৪৫৯-বাংলাদেশ আওয়ামী লীগ।(০৩) জনাব মোঃ আবুল হাসানাত-ইসলামী ঐক্যজোট- ০১৭০০-৮৬২০৭১.(০৪) জনাব মো: রাজ্জাক হোসেন-ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-০১৭১০৭৯৯১২২ (০৫) জনাব মাইনুল হাসান-০১৮১৭০২২৮১২. তৃণমূল বিএনপি।(০৬) কাজী মাসুদ আহমেদ-বাংলাদেশ ওয়াকার্স পার্টি – ০১৭১৬-১৪৫২০৪।(০৭) জনাব মো: মঈন উদ্দিন- ০১৭১১-০০১১০৩-স্বতন্ত্র।(০৮) এড, মোঃ জিয়াউল হক মৃধা -০১৭১১- ১১৩২৬০-স্বতন্ত্র।(০৯) জনাব মোঃ রেজাউল ইসলাম ভূঞা -০১৭১১-৬৬২৮২৮-জাতীয় পার্টি।(১০) ছৈয়দ জাফরুল কুদ্দুস- ০১৭১২- ৯১৫০৫২- বাংলাদেশ তরিকত ফেডারেশন।(১১) জনাব মো: আবদুল হামিদ-জাতীয় পার্টি ।
. জাতীয় সংসদীয় আসন-২৪৫. ব্রাহ্মণবাড়িয়া-৩. (০১) জনাব র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী- ০১৭১১- ৫৩৮৯৬০-বাংলাদেশ আওয়ামী লীগ।(০২) জনাব মোঃ সেলিম কবির-জাকের পাটি-০১৭১৫-১৪৮৭৫৫.(০৩) সৈয়দ মোঃ নুরে আজম-ইসলামী ফ্রন্ট-০১৭১৭-৪৩৯৫১২।(০৪) জনাব মো: আবদুর রহমান খান (ওমর)- ০১৯২০-৭২৮৫১৭-জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।(০৫) মাওলানা মুজিবুর রহমান হামিদী-বাংলাদেশ খেলাফত আন্দোলন-০১৫৫৪- ৩০৪৩২৬।(০৬) জনাব মো: জহিরুল হক চৌধুরী -০১৭৭৬-৯০৬২৫৬-স্বতন্ত্র।(০৭) জনাব ফিরোজুর রহমান। -০১৭১৩-০০১০৬২-স্বতন্ত্র।
(০৮) জনাব মো: কাজী জাহাঙ্গীর -০১০০১-১০১৮৭১-স্বতন্ত্র।(০৯) সৈয়দ মাহমুদুল হক আক্কাছ -০১৮৪৩-২৮৩৭৯৯-ন্যাশনাল পিপলস পার্টি।(১০) জনাব মোঃ রেজাউল ইসলাম ভূঞা-০১৭১১-৬৬২৮২৮-জাতীয় পার্টি । (১১) জনাব সোহেল মোল্লা- ০১৭৩৬-২৪৭৩৪৯-বাংলাদেশ সুপ্রিম পার্টি ।
. জাতীয় সংসদীয় আসন-২৪৬. ব্রাহ্মণবাড়িয়ার- ৪.(০১) জনাব মোঃ জাহাঙ্গীর আলম- ০১৭৬১-৮৬১৯৬৮-জাকের পার্টি।(০২) জনাব শাহীন খান- ০১৬৮০-৫৯০৪৯২-ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।(০৩) জনাব আনিসুল হক-০১৭১১-৫৯২২১৩–বাংলাদেশ আওয়ামী লীগ।(০৪) জনাব তারেক আহমেদ আদেল
-জাতীয় পাটি-০১৭২৪-৫২৫৬১১.(০৫) ছৈয়দ জাফরুল কদ্দুছ-০১৭১২-৯১৫০৫২-বাংলাদেশ তরিকত ফেডারেশন ।(০৬) জনাব বজলুর রহমান মিলন-বাংলাদেশ কংগ্রেস।
. জাতীয় সংসদীয় আসন -২৪৭. ব্রাহ্মণবাড়িয়া-৫. (০১) জনাব মোঃ জামসেদ মিয়া-০১৭২২-৬২৭০৭১-জাকের পার্টি ।
(০২) জনাব জামাল সরকার -০১৭৮২- ১৯৩৮৮৮-বাংলাদেশ সুপ্রিম পার্টি। (০৩) জনাব আখতার হোসেন সাঈদ -০১৭১৮-৪৬২৭৩২-জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।(০৪) জনাব ফয়জুর রহমান-০১৭০৯-৬৩৩১৩৩- বাংলাদেশ আওয়ামী লীগ।(০৫) জনাব একেএম মমিনুল হক সাঈদ-স্বতন্ত্র। (০৬) জনাব মোঃ মোবারক হোসেন ০১৯১২-২০১৯৭৭-জাতীয় পার্টি জাপা।(০৭) জনাব মোস্তাক-স্বতন্ত্র-০১৭৮৬-৬১২৩২৯.
(০৮) জনাব মোঃ মেহেদী হাসান ০১৭১৬-০৪৭০৮৯.ইসলামী ঐক্য জোট (আইওজে)।(০৯) জনাব নজরুল ইসলাম ভুইয়া- ০১৭৭৯-৫২৭৭৯৫-স্বতন্ত্র।(১০) ছৈয়দ জাফরুল কদ্দুছ- ০১৭১২-৯১৫০৫২-বাংলাদেশ তরিকত ফেডারেশন।(১১) জনাব মুফতী হাবিবুর রহমান-০১৯৭২-৬৯২৯৭৮-তৃণমূল বিএনপি।
. জাতীয় সংসদীয় আসন ২৪৮.ব্রাহ্মণবাড়িয়া -৬ (০১) জনাব মো: আব্দুল আজিজ -০১৭৩৮-৪১৬২৮১-জাকের পার্টি।(০২) ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম-০১৭৭৭-৭৭৪৪২৮-বাংলাদেশ আওয়ামী লীগ।(০৩) জনাব মো: আমজাদ হোসেন-জাতীয় পার্টি-০১৭১২- ২৭৭১৮০.(০৪) জনাব কবির মিয়া -০১৮১৭-৬৩৩১৩১-বাংলাদেশ সুপ্রীম পার্টি।(০৫) জনাব সফিকুল ইসলাম -০১৩২২- ৯৬৬১৪৪-ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। মোট ৫৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics