আব্দুল জাহির মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধি:-
ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে এইচ. এস. এম জিয়াউল আহসান পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তিনি এর আগে ২০১০ থেকে ২০১৭এবং ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ন্যাশনাল টি কোম্পানির ৬৮২তম বোর্ড সভায় তাকে এমডি নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। জিয়াউল আহসান একজন কৃষিবিদ এবং দীর্ঘদিন যাবত ন্যাশনাল টি কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন। ন্যাশনাল টি কোম্পানি সাম্প্রতিক বছরগুলোতে আর্থিক সংকটের মধ্যে ছিল। ২০২৩ সালে কোম্পানিটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে জেড ক্যাটাগরিতে নেমে যায়। গতকাল এনটিসির এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জিয়াউল আহসান বলেন, ন্যাশনাল টি কোম্পানিকে আবারও ঘুরে দাঁড়াতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে আমরা কোম্পানির আর্থিক ৭ম,
অবস্থার উন্নতি ঘটাবো। কোম্পানির বোর্ড অব ডিরেক্টর আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে ন্যাশনাল টি কোম্পানি পুনরায় লাভজনক অবস্থানে ফিরে আসবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics