বিশেষ প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রেজি নং – এস ৭৩৯২(৫৮১)০৮ জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন (জিমাউফা) এর নির্বাচন পর্যবেক্ষণ কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবীদের পর্যবেক্ষক হওয়ার আহ্বান জানিয়েছেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান নূর হোসাইন। তার নিজস্ব ফেসবুক আইডি শেরে বাংলা নিউজ এ ১৪ ফেব্রুয়ারি ২০২৫ পোস্ট দিয়ে এ আহ্বান জানান। আহ্বানে তিনি জানান -সারা বাংলার সকল ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পর্যবেক্ষক হতে ভালো ও বিশ্বাসযোগ্য মানুষ হিসাবে – উক্ত এলাকার একজন মসজিদের ইমাম, একজন প্রাইমারি স্কুল শিক্ষক, পাঁচ জন ব্যক্তি, একজন সিনিয়র সাংবাদিক ও একজন অ্যাডভোকেট এর প্রত্যয়নপত্র গ্রহণ করতে হবে। ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হতে হলে ইউনিয়ন পরিষদ সচিবের প্রত্যয়ন পত্র গ্রহণ করতে হবে। থানা বা উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হতে হলে অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এর প্রত্যয়ন পত্র নিতে হবে। জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হতে হলে জেলা এসপি ও জেলা প্রশাসক এর প্রত্যয়ন পত্র নিতে হবে, আর এসব প্রত্যয়ন পত্র চেয়ারম্যান বরাবরে পর্যবেক্ষক হওয়ার আবেদনপত্রের সাথে জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর প্রধান কার্যালয় বাড়ি নং -১২ , সাংবাদিক নূর হোসাইন রোড, আহমেদ নগর , গাবতলী, ঢাকা -১২১৬ এই ঠিকানায় জমা দিয়ে পর্যবেক্ষক পদ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics