তারিখ: ৭ মে ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, মৃত্যুকালে জাসদের কেন্দ্রীয় সহ—সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য, ব্রাহ্মনবাড়ীয়ার নবীনগর থানার মুক্তিযুদ্ধকালীন মুক্তিবাহিনীর কমান্ডার, দেশের বিশিষ্ট আয়কর আইনজীবী ও ঢাকা আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া—৫ নবীনগর নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে নির্বাচিত জাসদ দলীয় সংসদ সদস্য (২০০৮—২০১৪) এড. শাহ্ জিকরুল আহমেদ খোকনের ৩য় মৃত্যুবার্ষিকীতে আজ ৭ মে ২০২৫ বুধবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলের এই প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে স্মরণ ও তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাসদের যুগ্ম—সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জাসদ নেতা হুমায়ুন কবির সরদার, কোষাধক্ষ্য মো: মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ—সম্পাদক মনিরুজ্জামান মনির, যুব জোটের সহ—সভাপতি শুভংকর দেব বাপ্পা, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, সহ—দফতর সম্পাদক মঞ্জুরুল হক চমন, পরিহন হকার্স জোটের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ মুকুল, যুব জোটের সহ—দফতর সম্পাদক ইমান আহম্মেদ ইমন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ ও সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি প্রমূখ।
স্মরণ ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ দলের প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এড. শাহ্ জিকরুল আহমেদ খোকন জীবনের শেষমুহূর্ত পর্যন্ত দৃঢ়হস্তে জাসদের পতাকা সমুন্নত রেখেছিলেন। তিনি সকল ধরণের ভয়ভীতি, রক্তচক্ষু উপেক্ষা করে, ব্যক্তিগত লোভ—লাভ—স্বার্থকে প্রাধান্য না দিয়ে জাতীয় স্বার্থ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে জাসদের অনুসৃত রাজনৈতিক নীতি—কৌশলকে আঁকড়ে ধরে দলকে বুক দিয়ে আগলে রেখে দেশ ও দলের জন্য কাজ করে গিয়েছেন। এখানে উল্লেখ্য, ২০২২ সালের বার কাউন্সিল নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সদস্য নির্বাচনে প্রতিদন্দ্বী প্রার্থী হিসাবে নির্বাচনী প্রচার অভিযানে ২০২২ সালের ৭ মে রাতে গোপালগঞ্জ বার কাউন্সিল মিলনায়তনে নির্বাচনী প্রচার সভায় বক্তব্য প্রদান শেষে আকস্মিকভাবে হার্ট এটাকে মৃত্যুবরণ করেন।
বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics