Daily Frontier News
Daily Frontier News

জাতীয় নির্বাচনের আগে প্রবাসীদের ভোটারাধিকার নিশ্চিত করতে হবে: এহসানুল মাহবুব জুবায়ের

 

এস.পি.সেবু সিলেট থেকে :-

 

আগামী সংসদ নির্বাচনের আগে প্রবাসীদের ভোটার তালিকায় স্থান দিয়ে তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। সকল প্রকার আইনগত পদক্ষেপ নিয়ে যা-যা দরকার তাই করে এই দাবী বাস্তবায়ন করতে হবে বলে জোর দিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি আরো বলেন, দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স দেশে আসে প্রবাসীদের হাত ধরে। বিভিন্ন তালবাহানা করে যুগের পর যুগ তাদের এই নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। ভোটারাধিকার প্রয়োগ ও সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব করা এ দাবী প্রবাসী দুই কোটি মানুষের। দিনদিন এই দাবী জোরালো হচ্ছে অথচ কেউ কোন উদ্যোগ নিচ্ছে না। জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে, যারা দীর্ঘদিন প্রবাসীদের সাথে প্রতারণা করে আসছিল। আমরা অন্তবর্তী সরকারের কাছে এই দাবী বাস্তবায়নের অগ্রাধিকার চাই। নির্বাচনের তারিখ মূখ্য নয়। দুই কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাই মূখ্য। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, লাগেজ কাটার মত লজ্জাজনক কাজ যেন না ঘটে এই বিষয় গুলোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সকল, ঘুষ,সন্ত্রাস, গুম ও দূর্ণীতির মূলোৎপাটন করে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই এমন বক্তব্য রাখেন এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি শুক্রবার (৯ মে) সিলেটের সোবহানিঘাট হোটেল ভ্যালী গার্ডেনে বাংলাদেশ জাতীয় ফোরাম আয়োজিত প্রবাসীদের ভোটাধিকার, সংসদে প্রতিনিধিত্ব সহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে এক নাগরিক সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন।

বাদ জুম্মা হোটেল কনফারেন্স হলে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি
মাওঃ সালাহ উদ্দিন এর পরিচালনায় বাংলাদেশ জাতীয় ফোরাম এর সভাপতি তরুণ আইনজীবী মু. সাইফুর রহমান পারভেজ এর সভাপতিত্বে ও সমাজকর্মী মোছন আলীর সমন্বয়ে আয়োজিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আইন বিশেষজ্ঞ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। এসময় তিনি তার বক্তব্যে বলেন, প্রবাসীদের রেমিট্যান্স যুদ্ধের কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন তরান্বিত হয়েছিল। প্রবাসীদের নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষার্থে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া নৈতিক দাবী। এ দাবী দেশের স্বার্থে উন্নত বাংলাদেশ নির্মাণে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিলেট ২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় জামায়াতের মজলিসে সূরা সদস্য, প্রফেসর আব্দুল হান্নান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর, ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট রেজাউল করিম তালুকদার, ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মখছুছুর রহমান, সিলেট জেলা ছাত্র শিবিরের সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, জামাত নেতা শাহেদ আলী, মাওলানা এ কে এম ফরিদ উদ্দিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর সিলেট জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।

Daily Frontier News