আব্দুল জাহির মিয়া চুনারুঘাটঃ-
জন্মের পর যে চুনারুঘাট দেখেছি, মৃত্যুর পুর্বে আরো ভাল একটি চুনারুঘাট দেখে যেতে চাই-বললেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
তিনি আরো বলেন,সংসদ সদস্য হলে ৬ মাসের মধ্যে সোনাচং বাজার এলাকায় খোয়াই নদী সহ একটি মান সম্মত পর্যটন কেন্দ্র গড়ে তুলবেন।এবং বার্সেলোনা’র মত বাংলাদেশের ফুটবল এর রাজধানী চুনারুঘাট হবে।যুব সমাজ কে ঘাটে না পাঠিয়ে মাটে পাঠান। তাহলে সে মাদকাসক্ত হবে না।
(২৭ সেপ্টেম্বর) বুধবার বিকেলে চুনারুঘাটের সোনাচং নতুন খোয়াই স্টেডিয়ামে ফুটবল ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি কথা গুলো বলেন।
ফুটবল টুর্নামেন্টের সভাপতি আঃ হান্নান মজুমদার এর সভাপতিত্বে ধারা ভাষ্যকার সফিউল আলম শাফি’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর,সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, গাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী,সাবেক ইউপি চেয়ারম্যান মাও.তাজুল ইসলাম,ইনভেষ্টম্যান ব্যাংকার রায়হান উদ্দিন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics