মাসুদ পারভেজ
চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানার জনগণের সরাসরি অভিযোগ, সমস্যার কথা শুনবেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
প্রতি সপ্তাহে মঙ্গলবার বিকেল তিনটায় নগরের দামপাড়ায় পুলিশ কমিশনার কার্যালয়ে এই শুনানি হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, প্রতি সপ্তাহে মঙ্গলবার বিকেল তিনটায় নগরবাসীর অভিযোগ, সমস্যার কথা শুনবেন ও সমাধানের চেষ্টা করবেন সিএমপি কমিশনার।
সিএমপির চারটি ক্রাইম ডিভিশনে প্রতি সপ্তাহে রোববার বিকেল তিনটায় উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনাররাও নগরবাসীর বক্তব্য শুনবেন এবং তদনুযায়ী ব্যবস্থা নিবেন।
এছাড়াও প্রতিটি থানায় সপ্তাহে একদিন ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হবে। সেটা প্রত্যেক থানা থেকে নির্ধারিত হবে।
সপ্তাহের অন্যান্য দিন স্বাভাবিকভাবে কার্যক্রম অব্যাহত থাকবে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics