ছাতক প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ ছাতকের চরমহল্লা থেকে মেশিন চুরি করে নিয়ে যাওয়ার পথে আমজনতায় চুরসহ গাড়ি কে আটক করেছে।
গত সোমবার রাত ৩ ঘটিকায় চরমহল্লা টু জাউয়াবাজার সড়কের মধ্যস্থ পাইগাঁও নামক স্থানে জনতার কাছে আটক হয় গাড়িসহ চুর-রাজু মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ২ ঘটিকায় চরমহল্লা ইউপি পরিষদের পাশে থাকা হাইড্রলিক্স ট্রলি থেকে ইঞ্জিনের মেশিন খুলে নিয়ে যায় চরদৌলভ গ্রামের আলী হুসেনের ছেলে রাজু (২৮), চরচৌড়াই (আশাকাচর)গ্রামের মৃ. ছমক আলীর ছেলে ফারুক মিয়া (৪০) ও আব্দুল গনির ছেলে ছাব্বির আহমদ (৩০)।
পাইগাঁও নামক স্থানে রাজু মিয়াকে আটক করায় পালিয়ে যায় ফারুক ও ছাব্বির।
ট্রলি মেশিনের মালিক শাখাইতি গ্রামের মৃ. আশিক মিয়ার ছেলে মাসুক মিয়া।
আটককৃত রাজু মিয়া কে চরমহল্লা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মিয়া জিম্মায় রাখা হয়।
জানা যায়,গত কয়েক মাস আগে চরমহল্লার চরচৌড়াই (আশাকাচর) গ্রামের ফয়জুল ইসলাম ও ইন্তাজুর রহমানের ২টি মেশিন,চিক্কা গ্রামের চমছু মিয়ার ৫ টি গরু ও কামারখাল গ্রামের রজব আলীর ১টি ষাড় চরি হয়। চরমহল্লা ইউনিয়নে একের পর এক ডাকাতি/চুরি হচ্ছে।
এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সু-দৃষ্টি আকর্ষণ করছেন, যাতে এই অঞ্চলের ডাকাত ও চুরদের আইনের আওতায় আনা হয়।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics