Daily Frontier News
Daily Frontier News

ছাতকের কালারুকা ইউনিয়ন পরিষদের বরাদ্দের হিসাব জানেন না ইউপি সদস্যরা

 

ছাতক প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের ছাতকে সরকারী বরাদ্দের হিসেব জানেন না মেম্বাররা! টানা প্রায় চার বছর ধরে ইউনিয়নের নামে বরাদ্দকৃত টিআর কাবিটা ও কাবিখার হিসেব চেয়ে। গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেছেন তারা। শুধু কালারুকা ইউনিয়ন নয়, উপজেলার প্রতিটি ইউনিয়নে সরকারী বরাদ্দ খাতা-কলমে থাকলেও বাস্তবে দেখা যাবে ভিন্ন চিত্র। প্রায় প্রতিটি কাজে হয়েছে হরিলুট এমনটাই মনে করছেন সচেতন মহল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ববরাবরে দায়েরি আবেদন সুত্রে জানা যায়, ২০২১ থেকে ২০২৪ইং সনের চলতি মাস পর্যন্ত সরকার থেকে প্রদত্ত টিআর কাবিখা কাবিটা এর আওতায় কি পরিমান অর্থ উপজেলার ৪ নং কালারুকা ইউনিয়ন পরিষদের নামে বরাদ্দ হয়েছে তা পূর্ণাঙ্গ হিসেব তারা জানতে চান। উল্লেখিত সময়ের মধ্যে সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থের কোন হিসেব ইউনিয়ন পরিষদ থেকে তারা অবগত নয়। আবেদনকারীরা হলেন, কালারুকা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শামছু মিয়া, ৪ নং ওয়ার্ডের সদস্য আবু শাদাত মো দুলাল, ২নং ওয়ার্ডের সদস্য নুরুল হক ও ৭ নং ওয়ার্ডের সদস্য নজর আমীন।

অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না।

Daily Frontier News