আব্দুল জাহির মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি:-
সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকের বিস্তার রোধে অভিযান চালিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা-মদ-ফুচকা এবং একটি ইজিবাইকসহ প্রায় ৫ লক্ষ ৬০ হাজার ৫শ টাকার চোরাচালানী পণ্য আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ০৩ এপ্রিল সীমান্তবর্তী চুনারুঘাট, শ্রীমঙ্গল ও মাধবপুর এলাকায় একযোগে পরিচালিত পাঁচটি পৃথক অভিযানে এগুলো উদ্ধার করা হয়।
চিমটিবিল বিওপি : ওইদিন সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার আমু চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি ভারতীয় গাঁজা ও একটি ইজিবাইক আটক করা হয়।
সিন্দুরখান বিওপি: দুপুর ২টায় শ্রীমঙ্গলের বেলতলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়।
সাতছড়ি বিওপি: রাত ৯টায় চুনারুঘাটের লেবু বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
গুইবিল বিওপি: রাত ১১টা ১০ মিনিটে দোলনা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
মনতলা বিওপি: রাত ১১টা ১৫ মিনিটে মাধবপুর উপজেলার নয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
আটককৃত পণ্য ও সংশ্লিষ্ট চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় একাধিক মামলা করা হয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, “বিজিবি হচ্ছে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। আর তাই সীমান্ত নিরাপত্তা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত ও সক্রিয়। যুব সমাজকে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে বিজিবি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন সেই নীতির আলোকে নিয়মিতভাবে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics