Daily Frontier News
Daily Frontier News

চুনারুঘাটে যৌথ  অভিযানে ১৩ কেজি গাঁজা সহ ৩ জন আটক

 

আব্দুল জাহির মিয়া,চুনারুঘাট  (হবিগঞ্জ)প্রতিনিধিঃ-

 

যৌথ বাহীনির অভিযানে ১৩ কেজি গাঁজা সহ ৩ জন জন কে আটক করা হয়েছে।তারা হল চুনারুঘাট উপজেলার চিমটিবিল খাসপাড়া গ্রামের শুক্কুর আলীর পুত্র শাহিন মিয়া(৩০) দুধপাতিল গ্রামের ওমর আলীর পুত্র রাজন মিয়া (২০)ও বি-বাড়ীয়া জেলার আশুরাইল গ্রামের হাজী চুনু মিয়ার পুত্র রুকু মিয়া (৩৫)।

(১০ ফেব্রুয়ারী)সোমবার বিকেলে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া মাজার সংলগ্ন এলাকা থেকে মাদক সহ তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজা সহ তাদের আটক করে।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Daily Frontier News