হবিগঞ্জ (চুনারুঘাট) প্রতিনিধি:-
হবিগঞ্জর চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চা বাগান এলাকায় ব্যাপক বজ্রসহ কালবৈশাখী ঘূর্ণিঝড় হয়েছে । এসময় বজ্রপাতে মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের ইব্রাহিম ঊল্লাহর ছেলে মর্তুজ আলী ৩৫) মাঠে ধান কাটার সময় মারা যান।
একই সময় আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামের ফারুক মিয়ার বাড়িতে বজ্রপাতে একটি গাভী ও গাভীর বাচ্চা মারা যায়। এছাড়া উপজেলার বেশ কিছু এলাকায় ঘূর্ণিঝড়ে বিদ্যুৎতের খুটিসহ গাছপালা ও কাচা ঘরবাড়ী ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৭মে) দুপুরে এ ঘূর্ণিঝড় হয়।
. স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনয়নে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হয়েছে। এসময় বজ্রপাতে মাঠে ধান কাটার সময় এক কৃষকসহ দুটি গরু মারা যাওয়ার খরব পাওয়া গেছে।
এছাড়া বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুটিসহ বেশ কিছু কাচা ঘরবাড়ি ভেঙে পড়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics