আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি:-
চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের আমতলী আদর্শবাজার সংলগ্ন এলাকায় গ্রামীণ ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। জানা যায় ১৮ই ফেব্রুয়ারি রাত চারটার দিকে একদল ডাকাত উপজেলার দেওয়ার গাছ ইউনিয়নের গ্রামীণ ব্যাংকে গ্রিল কেটে নাইটগার্ড আঃ খালেক মিয়াকে বেঁধেরেখে ডাকাতির চেষ্টা করে। গ্রামীণ ব্যাংকের ম্যানেজার কবিরুজ্জাম বলেন রাত চারটার দিকে একদল ডাকাত গ্রামীণ ব্যাংকে হানা দিয়ে আমাকে এবং আামর সেকেন্ড অফিসার আজাদ মিয়াকে দড়ি দিয়ে বেঁধে রেখে ব্যাংকের লকারে কত টাকা আছে দিতে বলে অথবা আমার দৌড়ের হুমকি দেয়। ব্যাংকের লকারে কোন টাকা পয়সা না থাকায় আমার মানিব্যাগ এবং সেকেন্ড অফিসারের মানিব্যাগ থেকে ব্যক্তিগত টাকা নিয়ে যায় ডাকাত দল। এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নুর আলম বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে,আমরা তদন্ত করছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics