Daily Frontier News
Daily Frontier News

চুনারুঘাটে আলাদা ঘটনায় নারী ও পুরুষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

 

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি:-

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
১৭ ফেব্রুয়ারি দুপুরে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লাল চান গ্রামে সামিনা খাতুনের লাশ উদ্ধার করেন এস আই মোঃ গিয়াস উদ্দিন সহ একদল পুলিশ।
জানা যায়, দুই বছর আগে মোঃ ফয়সাল মিয়ার সাথে বিয়ে হয়। তাদের ১ বছর বয়সী ছেলে সন্তান আছে। স্বামীর সাথে মনিমালিন্য থাকায় এক বছর র্পূবে সে তার বাবার বাড়িতে চলিয়া আসে। তারপর থেকে তার বাবার বাড়ীতে বসবাস করে আসছিল সামিনা। স্বামী ঠিক মত খোজঁ খবর না নেওয়ার কারনে সে হতাশ হয়ে পড়ে।
গতকাল তার বাবার বসত ঘররে কক্ষে ঘরে কেউ না থাকার সুযোগে ঘরের তীরে সাথে গলা ফাসঁ দিয়ে মৃত্যু বরণ করে।
তার ভাই ও আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশ কে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে।
অপরদিকে মিরাশি ইউনিয়নের মহদির কোনা গ্রামের ময়না মিয়ার পুত্র মোঃ অনিক মিয়া (১৮) এর লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, অনিক মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। অন্যান্য সদস্যরা ভাত খাওয়ার জন্য খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পরিবারের লোকজন দেখেন বসত ঘরের দু’তলা কাঠের পাটাতন টিলের চালের পাইরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অনিক মিয়া।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

Daily Frontier News