Daily Frontier News
Daily Frontier News

চুনারুঘাটের প্রাণ-প্রকৃতি ও নদী রক্ষায় সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে ।

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট হবিগঞ্জ 

 

আজ বুধবার ৬ নভেম্বর পুরাতন খোয়াই নদীতে বৃক্ষরোপনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

উপস্থিত ছিলেন খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, সাংবাদিক মনিরুজ্জামান তাহের, শ্রমিক নেতা কদ্দুস আলী, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ও আব্দুল জাহির মিয়া এবং গাছমামা রায়হান মিয়া, শিক্ষক রাকিবুল আলম চৌঃ ও লিটন সরকার সহ সৃজনশীল মেধাবিকাশের আল আমিন খানঁ, আশরাফুল, অন্ত, হামিম, কিবরিয়া, প্রীতম, অর্ঘ্য সহ দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নদীতীরে সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে তালের বীজ, বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হবে। এটি ধারাবাহিক চলবে। বক্তারা আয়োজনের সন্তোষ প্রকাশ করেন। সৃজনশীল মেধাবিকাশ ছাড়াও যৌথভাবে কর্মসূচিতে যুক্ত আছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার।

Daily Frontier News