মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরো
চান্দগাঁও থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলার গাড়ী চোর চক্রের সক্রিয় ০৪ জন সদস্য গ্রেফতার ও তাদের হেফাজত হতে ০১ টি ডায়না পিকআপ গাড়ী উদ্ধার।
বাদী মোঃ আবুল হোসেন এর মালিকীয় একটি ডায়না পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১১-০৩৫৮ গত ০৯/০৯/২০২৪ তারিখ রাত অনুমান ০৯:৩০ ঘটিকা হইতে একই তারিখ রাত অনুমান ১০:০০ ঘটিকার মধ্যে যেকোন সময়ে ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বালুরটাল এলাকাস্থ ম্যাচ ফ্যাক্টরীর সামনে‘পুষ্টি ডিস্টিবিউটর’ কোম্পানীর অফিস সংলগ্ন দরবার কমপ্লেক্স সিরাজ বিল্ডিংয়ের সামনে পার্কিংস্থল হতে অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায় মর্মে এজাহারের ভিত্তিতে চান্দগাঁও থানার মামলা নং-১৬(৯)২৪ রুজু হয়।
মামলা রুজু হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সিএমপির পাঁচলাইশ জোনে সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন, এসআই (নিরস্ত্র) মোঃ ইমদাদ হোসেন চৌধুরী ও মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ আলী বিন কাসিম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সাড়াশি অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা গাড়ী চোর চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ কামরুল মিয়া (৩৭), ২। মোঃ খোরশেদ আলম প্রঃ আলিম (৪৩), ৩। মোঃ শহীদুল করিম (৩৫), ৪। মোঃ গোলাম হোসেন প্রঃ সাইদী (২৯) ‘দেরকে ২৬/০৯/২০২৪খ্রিঃ তারিখ রাত ০৩:১৫ ঘটিকায় কুমিল্লা চৌদ্দগ্রাম থানা এলাকা হতে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে বাদীর চোরাই যাওয়া ডায়না পিকআপ গাড়ী উদ্ধার করেন।
উদ্ধারকৃত গাড়ীঃ-
১) ০১ (এক) টি ডায়না পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১১-০৩৫৮, যাহার ইঞ্জিন নং- C309033293A, চেসিস নং- LC72021D93A020571, যাহার মূল্য ১২,০০,০০০/-(বার লক্ষ) টাকা।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ কামরুল মিয়া (৩৭), পিতা-মৃত আব্দুল আউয়াল, মাতা-মনি বেগম, সাং-কাশিপুর, অলি মেম্বারের বাড়ী, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, বর্তমানে-নুর কোম্পানীর ভাড়া ঘর, আব্দুল লতিফ রোড, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম মোঃ খোরশেদ আলম প্রঃ আলিম (৪৩), পিতা-নুরুল ইসলাম, সাং-মাফিয়া বেগম, সাং-জিগড়া চৌধুরী বাড়ী, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বর্তমানে-নুর কোম্পানীর ভাড়া ঘর, আব্দুল লতিফ রোড, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম, মোঃ শহীদুল করিম (৩৫), পিতা-বদিউল আলম,মাতা-রোকেয়া বেগম, সাং-বদরখালী, উত্তর নতুন ঘোনা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-বউ বাজার, রহমান সাহেব এর কলোনী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, মোঃ গোলাম হোসেন প্রঃ সাইদী (২৯), মৃত রুহুল আমিন, মাতা-মাহফুজা বেগম, সাং-জিগড়া চৌধুরী বাড়ী, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বর্তমানে-নুর কোম্পানীর ভাড়া ঘর, আব্দুল লতিফ রোড, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics