Daily Frontier News
Daily Frontier News

চাতলপাড়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা চাতলপাড় ডিগ্রি কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় চাতলপাড় ডিগ্রি কলেজের হল রুমে জুলাই-আগস্টের শহীদের স্মরণে ২ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আগ্রহী সদস্যদের মাঝে ১০ টাকা মূল্যে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও বক্তব্যের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিএনপির বিগত দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলার তৃণমূল ইউনিটে সাংগঠনিক তৎপরতা এবং যোগ্য নেতৃত্ব ও সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে এ কলেজ প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়।চাতলপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের নেত্রী কনিকা আক্তারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা নাহিদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম-আহবায়ক আল আমিন পাঠান, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনি, নয়ন খান, গোলাম কিবরিয়া, রনি, ইয়াছিন চৌধুরী, মালেক সহ প্রমুখ।আলোচনা পর্বে অতিথিরা বলেন, ছাত্রদল আগামীর বাংলাদেশ বিনির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রদলের কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড় দেয়া হবে না। অনৈতিক কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।ছাত্রদলের বক্তারা বলেন, ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। তাদের কাছে দলের আদর্শ তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে তৃণমূল থেকে ছাত্রদল আরও শক্তিশালী হবে।

Daily Frontier News