মাসুদ পারভেজ
চট্টগ্রাম নগরীর চাক্তাই খাল থেকে একটি অজ্ঞাতনামা এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই খাল থেকে সকাল ১১ টায় এ মরদেহটি পাওয়া যায়।
থানা সূত্রে জানা য়ায়, বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ মান্নান টাওয়ারের পশ্চিম পাশে চাক্তাই সুইজ গেটস্থ খাল হতে পানিতে ভেসে যাওয়া অবস্থায় ফায়ার সার্ভিসের সহায়তায় ঐ অজ্ঞতনামা ব্যক্তির মরদেহ পাওয়া যায়।
মৃতদেহের পরনে ছিল- কালো ফুল প্যান্ট (কোমড়ে বেল্টসহ), গায়ে ছাই রংয়ের ফুল শার্ট (ভিতরে নীল রংয়ের গেঞ্জি) , মাথায় লম্বা চুল আছে। গায়ের রং-কালো শ্যামবর্নের, পুরো শরীর কাদামাখা, নাক ও মুখ দিয়ে রক্ত নিগর্ত হচ্ছে এবং হাত, পা, গালে পছন ধরেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি আফতাব হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। আইনগত ব্যবস্থা চলমান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics