Daily Frontier News
Daily Frontier News

ঘাটাইল ২ নং ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য নিয়ে সচিবের কারচুপি

 

 

মোঃ মশিউর রহমান, টাংগাইল জেলা প্রতিনিধিঃ-

টাংগাইলের ঘাটাইল উপজেলাধীন ২ নং ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিতরণে চলছে ব্যাপক দুর্নীতি, থাকছে সচিবের নানা প্রকার কারচুপি। ইউপি সচিব আবুল কায়েসের বিভিন্ন ছলচাতুরী থাকার কারণেই ডিলার প্রতিনিয়তই হয়রানির স্বীকার হচ্ছে। মূলত টিসিবি পণ্য সরবরাহের ক্ষেত্রে দায়িত্বরত প্রতিটি ডিলার তাঁর দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা পালন করে। ডিলার একেক করে প্রত্যেকের টিসিবি কার্ড দেখেই কার্ড ধারীর হাতে পণ্য তুলে দেয়। কিন্তু ইউপি সচিব আবুল কায়েস, একই নামে একাধিক টিসিবি কার্ড বিলি করেন যাকে বলে সুযোগে সৎ ব্যবহার। ২১ অক্টোবর, সোমবার উক্ত পরিষদে টিসিবি পণ্য বিতরণ চলাকালীন সময়ে ইউপি সচিবের কারচুপি বিষয়টি এ পত্রিকার নজরে পড়ে যায়। অতঃপর এ পত্রিকার জিজ্ঞাসা বাদে ইউপি সচিব এ পত্রিকাকে সাত পাঁচ চৌদ্দ বুঝিয়ে বোকা বানানোর চেষ্টা করে।এসময় ৫ নং ওয়ার্ডের রনি নামে এক ব্যক্তির টিসিবি কার্ড নিয়ে বিলম্ব হয়। একই নামে দু’জন ব্যক্তির কাছে টিসিবি কার্ড পাওয়া যায়। এতে করে টিসিবি কার্ডধারী লোকদের মাঝে গুন্জন ও হট্টগোল সৃষ্টি হয়। ইউপি সচিব আবুল কায়েস, বিলম্বকৃত টিসিবি কার্ড দু’টি হাতে নিয়ে একটি কার্ড ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয় আরেকটি কার্ড নিজের কাছে রেখে দেয়। এখন প্রশ্ন হলো, একই নামে দুইটি কার্ডে বিলম্ব থাকার কারণে ইউপি সচিব আবুল কায়েস, একটি কার্ড কেনো তাঁর কাছে রেখে দিলো, আরেকটি কেনইবা ছিঁড়ে ফেলে দিলো? এবং ছিঁড়ে ফেলা দেয়া কার্ডের টুকরো অংশগুলো এ পত্রিকা উক্ত পরিষদের মাঠ থেকে কুড়িয়ে পায়।

Daily Frontier News