মোঃ মুনিরুল ইসলামঃ
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিসহ ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। জেলা পুলিশ সুপার রেজাউল করিম রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্লোজকৃতরা হলো গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক তারেক আহমেদ, দেলোয়ার হোসেন ও আবুল কালাম আজাদ এবং কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী আওয়ামীলীগ নেতা মিন্টু রহমানকে গ্রেফতার করতে যায় পুলিশের ৮ সদস্য। এ সময় ওই আওয়ামীলীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের উপর হামলা করে তাঁেক ছিনিয়ে নিয়ে যায়। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারনে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, নতুন ওসি হিসেবে গোমস্তাপুর থানায় পদায়ন করা হয়েছে সদর সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক খাইরুল বাশারকে। তিনি সোমবার যোগদান করেছেন।
প্রসঙ্গত:আসামী ছিনিয়ে নেওয়ারওই ঘটনায় এ পর্যন্ত পুলিশ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics