মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-
পবিত্র মাহে রমজান শেষে এলো খুশির ঈদ। এ আনন্দ বয়ে আনুক সকল মানুষের ঘরে ঘরে। গোমস্তাপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আগাম বার্তায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও নিশাত আঞ্জুম অনন্যা ।
তিনি শুভেচ্ছা বার্তায় গোমস্তাপুর উপজেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও (ঈদ মোবারক) জানিয়ে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, দীর্ঘ ১১ মাস পর এই সিয়াম সাধনার মাস আমাদের মাঝে এসে হাজির হয়।
ঈদ মানেই শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ মুসলিম বন্ধনের এক শিক্ষা। হিংসা বিদ্বেষ, ভুলে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ, ঈদ মানেই শান্তি, ঈদ মানেই সকলের আনন্দের দিন।এবারের ঈদে ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী দিনগুলো সবার জন্য সুখময় ও সুন্দরময় হোক-হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দ প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।
ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক এবারের পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উৎসবের ঐকান্তিক কামনা। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নিশাত আনজুম অনন্যা তিনি আরও বলেন, আসুন আমরা সবাই গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে পাশে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করার আহ্বান জানান উপজেলা বাসীকে ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics