Daily Frontier News
Daily Frontier News

গোমস্তাপুরে জোরপূর্বক দখলে নেয়া জমি ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন 

 

মোঃ মুনিরুল ইসলামঃ গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক  জোরপূর্বক দখল করে নেয়া  জমি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে এক ভুক্তভোগী পরিবার। রোববার গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে দেয়া লিখিত বক্তব্যে জানা গেছে,গত ১৯৯৫ সালের ৩১ অক্টোবর জেলার শিবগঞ্জ উপজেলার চককৃর্তি গ্রামের সাজুউদ্দিনের মেয়ে গোলসান বেগমের কাছ থেকে বোয়ালিয়া সাহাপুর কালন মৌজার ১.১৭ একর জায়গায় দলিলমূলে যৌথভাবে ক্রয় করেন বোয়ালিয়া নওদাপাড়ার ঝালু আলী ও তার চাচাতো ভাই রমজান আলী।ক্রয়ের পর প্রায় ২৩ বছর তারা জমিটি ভোগদখল করেন।কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামলের সহায়তায় একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বড়বঙ্গেশ্বরপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে মাহাতাব আলী তার কয়েকজন অনুসারীকে নিয়ে গত ২০১৮ সালের ১১ নভেম্বর জোরপূর্বক তাদের জমিটি দখল করে নেয়। এ ঘটনায়  তারা একই বছরের ২০ নভেম্বর গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন।এদিকে,   জমি দখলে নেয়া মাহাতাব আলী একটি জাল দলিলের মাধ্যমে জমিটি তার বলে দাবি করলে তারা  সহকারী জজ আদালতে  একটি মামলা দায়ের করেন।গত ২০০১ সালের ৪ নভেম্বর  সহকারী জজ আদালত তার(মাহতাবের) দলিলটি বাতিল করে দেয়।পরে ওই রায়ের বিরুদ্ধে সে (মাহতাব) আপীল করলে জেলা জজ আদালত গত ২০০৪ সালের ১৮ জুলাই  সহকারী জজ আদালতের সে  রায় বহাল রাখেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রতিপক্ষ মাহতাব উচ্চ আদালতে আপীল করায় তা বর্তমানে চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ বিষয়ে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামলের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

Daily Frontier News