মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় “আল্লাহর দান মৎস্য আড়ৎ” নামক একটি আধুনিক মৎস্য বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ মে) বিকেলে রহনপুর বড় বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ ফারুক হোসেন, রহনপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ব্যবসা ইসলামসম্মত একটি হালাল উপার্জনের পথ। এ ধরনের উদ্যোগ যুব সমাজকে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল করে তুলবে।”
“আল্লাহর দান মৎস্য আড়ৎ”-এর স্বত্বাধিকারী হিসেবে রয়েছেন আশিক আহম্মেদ ও সাইফুল ইসলাম। পরিচালনায় আছেন তন্ময় আহম্মদ ও মারুফ। উদ্যোক্তারা জানান, তাজা ও মানসম্মত মাছ সুলভ মূল্যে সরবরাহের লক্ষ্যেই এই আড়তের যাত্রা শুরু হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে রহনপুর বাজারে মানসম্পন্ন মৎস্য বাণিজ্য সম্প্রসারণ পাবে এবং ভোক্তারা উপকৃত হবেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics