ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ-
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের ২০০০ ইং ব্যাচ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।গত ২৮ মার্চ শুক্রবার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের হল রুমে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দুই হাজার ব্যাচের এডমিন ,এওযার হোসেন হৃদয় এর সভাপতিত্বে ও কাওসার আহমেদ ইলাল এর পরিচালনায়, বক্তব্য রাখেন, ও উপস্থিত ছিলেন।২০০০-ব্যাচের নাজমুল ইসলাম,নজির হোসেন,আনহার মিযা,লিটন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক
মোঃজাকারিয়া,আশরাফ,সালেহ,আনোয়ার,কাসেম,
সৈয়দ আলী জাবেদ,ইসরাক,তাজ উদ্দিন,ইমান আলী,সাজু,বদর,গিযাস,গোলাম কিবরিয়া ,মিজান,মুবিন,ওয়ারিস,পারভেজ,
মান্না সহ স্থানীয় মুরুব্বিয়ান রাজনীতি ও সামাজিক সাংবাদিক ও কলেজ এর শিক্ষক স্টাফ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে মোনাজাত করেন,অধ্যক্ষ সিরাজুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মঈনুল হক মুমিন, এসময় কলেজ এর সাবেক প্রিন্সিপাল মরহুম সিরাজুল ইসলাম স্যার এর রুহের মাগফিরাত কামনা সহ দেশ বিদেশে অসুস্থ বন্ধু বান্ধব সহ ব্যাচের সকলের জন্য দোয়া কামনা করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics