গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুর বরমী জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানার কমিটির বিরুদ্ধে ও মাদ্রাসার মুহতামিমকে নিয়ে গুজব ছড়াচ্ছে একটি কুচক্রী মহল।এইসব গুজবের প্রতিবাদ জানিয়েছেন অত্র মাদ্রাসার মুহতামিম ও সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,স্থানীয় জনতা।(২৯ এপ্রিল)মাদ্রাসার গভর্নিং কমিটির মিটিংয়ে শিক্ষার্থী শিক্ষকসহ হাজারো জনতা উপস্থিতিক্রমে অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির বলেন,
বিগতকালীন সময়ে আমি এই মাদ্রাসার দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছি।গত পাঁচ এ আগস্টে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাকে বরমী জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতির দায়িত্ব হিসেবে নির্বাচিত করেন।মাদ্রাসার উন্নয়নের স্বার্থে আমি আপ্রাণ চেষ্টা করে কাজ করে যাচ্ছি।একটি কুচুক্তি মহল মাদ্রাসার মুহতামিম এবং আমাকে ও কমিটিকে নিয়ে যে গুজবটি ছড়িয়ে গত ২৭ এপ্রিল মাদ্রাসার শিক্ষার্থী ও জনতা কে উসকে দিয়ে একটি মিথ্যা বিক্ষোভ মিছিল করিয়েছে এবং বরমীর ঐতিহ্যবাহী একটি দ্বীনি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অত্র মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আশেকে মোস্তফা তিনি বলেন।
আমাকে কেউ মাদ্রাসা থেকে চলে যেতে বলেনি,আমার বয়স প্রায় ছিয়ানব্বই এর মত হয়েছে,আমার বয়স বাড়ায় আমি নিজে স্বেচ্ছায় অবসর নিতে অনেক আগেই চেয়েছিলাম।কেউ আমাকে মাদ্রাসা থেকে বেরিয়ে যেতে চাপ প্রয়োগ এবং জবরদস্তি করেনি।একটি পক্ষ মিথ্যা গুজব ছড়িয়েছে এসব গুজবের প্রতিবাদ জানাচ্ছি।অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক(মোখলেস মাস্টার)বলেন,জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম অনেক ভালো মানুষ উনাকে আমরা সবসময় সম্মান এবং শ্রদ্ধা করি।উনাকে মাদ্রাসা থেকে আমরা চলে যেতে বলেনি,কে বা কারা মিথ্যা অপবাদ গুজব ছড়িয়েছে জানিনা।মাদ্রাসার সভাপতি সবসময় মাদ্রাসার উন্নয়নের চিন্তা করেন।আমাদের কমিটির বিরুদ্ধে যারা মিথ্যা অপপ্রচার চালিয়েছে এর নিন্দা জানাচ্ছি। স্থানীয় এলাকার লোকজন জানান,জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি এবং মুহতামিম সহ কমিটির বিরুদ্ধে মিথ্যা অপবাদ গুজব ছড়িয়েছে যারা আমরা এর প্রতিবাদ জানাই এবং শাজাহান ফকির সভাপতি হিসেবে থাকলে অত্র মাদ্রাসায় উন্নয়নমূলক কাজ হবে জানান স্থানীয় লোকজন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics