Daily Frontier News
Daily Frontier News

গাজীপুর সাংবাদিক বহুমুখী কল্যাণ সমবায় সমিতির ফ্যামিলি ডে অনুষ্ঠিত

 

আলিফ আরিফা স্টাফ রিপোর্টার :-

 

গাজীপুর সাংবাদিক বহুমুখী কল্যাণ সমবায় সমিতির বার্ষিক ফ্যামিলি ডে শনিবার দিনব্যাপী গাজীপুর শহরের নীলের পাড়ায় সবুজ ছায়া রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে ফ্যামিলী ডে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সকল সদস্য পরিবার-পরিজন নিয়ে নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি উপভোগ করেন।
সমিতির সাধারণ সম্পাদক এম এ সালাম শান্তর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমিতির সভাপতি ফজলুল হক বাদল দিনের কর্মসূচীর শুভ সূচনা করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফ্যামিলি ডে অনুষ্ঠানের অন্যতম উপদেষ্টা দৈনিক মুক্ত বলকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আহবায়ক মোঃ কামাল হোসেন বাবুল, সমিতির কোষাধ্যক্ষ মোঃ রেজাউল করিম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী ভূূঁইয়া, সহ-সভাপতি আব্দুল গাফফার, কাজী মকবুল, আরিফ আক্তার, মুন্নি খানম প্রমুখ।
পরে সমিতির অন্যতম সদস্য মোঃ মনিরুজ্জামান মোহনের পরিচালনায় শুরু হয় ক্রীড়ানুষ্ঠান। তাকে সহযোগিতা করেন নুরুল ইসলাম সবুজ, আব্দুর রহমান, হাইউল উদ্দিন খান, মোল্লা রশীদ, সুরুজ্জামান রাসেল প্রমুখ।
খাবার পরিবেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কাজী আব্দুল মান্নান, জিসান ও মনিরুজ্জামান মনির প্রমুখ।
পরে শুরু হয় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। চিত্রাভিনেতা মোঃ মজিবুর রহমান রানার সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন মাহমুদা ইয়াসমিন নীপা, মল্লিকা ও জুঁই।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের মোঃ মুজিবুর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মোঃ খায়রুল ইসলাম, দৈনিক জনকন্ঠের মোস্তাফিজুর রহমান টিটু, দৈনিক যুগান্তরের শাহ সামসুল হক রিপন, দৈনিক সময়ের আলোর মিলটন খন্দকার, দৈনিক মুক্ত সংবাদের সৈয়দ মোকছেদুল আলম লিটন, ডেইলী নিউজ টাইমের মাহতাব উদ্দিন আহমদ, দৈনিক কন্ঠবাণীর সম্পাদক মোঃ জানে এ আলম, দৈনিক যায়যায় দিনের বায়েজীদ হোসেন, ডেইলী মর্নিং গ্লোরীর শফিকুলন ইসলাম জিতু, ঢাকা টেইলার্সের প্রোপ্রাইটর আব্দুল মান্নান প্রমুখ।

Daily Frontier News