ফজলুল হক বাদল এম এ সালাম শান্ত
স্টাফ রিপোর্টার :
গাজীপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গাজীপুর সাংবাদিক বহুমুখী কল্যাণ সমিতি। এ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় গাজীপুর শহরের হাবিবুল্লাহ স্মরণিতে গাজীপুর সাংবাদিক বহুমুখী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে।
মুক্ত বলাকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ ফজলুল হক বাদলকে সভাপতি এবং সংবাদ প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি এম এ সালাম শান্তকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি- মোহাম্মদ আলী ভূইয়া, সহ-সভাপতি- মো: আব্দুল গাফ্ফার, যুগ্ম সম্পাদক- মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক- সুব্রত চন্দ্র দাস, কোষাধ্যক্ষ- মো: রেজাউল করিম মোল্লা, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোহন, কল্যাণ ও উন্নয়ন সম্পাদক- মো: হাইউল উদ্দিন খান। এছাড়া নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোঃ আলমগীর হোসেন, মোঃ আমজাদ হোসেন, মোঃ কামাল হোসেন বাবুল, মোঃ আলমগীর কবির, মোঃ নুরুল ইসলাম মিয়া, কাজী মোঃ আব্দুল মান্নান ও আব্দুর রশীদ মোল্লা প্রমুখ।
এম এ সালাম শান্তর সভাপতিত্বে এবং কামাল হোসেন বাবুলের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটি গঠনের সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মিডিয়ার ২০ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics