এস.এম দুর্জয়:-
গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।বুধবার(১ নভেম্বর) সকাল থেকে প্রেস ক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়ে বিকেল ৫টায় ভোট গ্রহন শেষ হয়।গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত কার্যকরী নতুন কমিটিতে বিজয়ী হলেন,সভাপতি আবুল কাশেম (দৈনিক যুগান্তর, ভ্রাম্যমান প্রতিনিধি),সহ-সভাপতি মাহাবুব হোসেন ( দৈনিক রুপবানী ),সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (দৈনিক যুগান্তর ও দি নিউ নেশন,)সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম (দৈনিক সংবাদ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক আরিফ খান, (দৈনিক খোলা কাগজ),কোষাধ্যক্ষ মো:আইয়ুব খান (দৈনিক যায়যায়দিন ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন শেখ ( দৈনিক মুক্ত বলাকা),আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া ( দৈনিক আজকের জনবানী),ধর্ম বিষয়ক সম্পাদক এস এম দুর্জয় (দৈনিক বর্তমান কথা)ক্রীড়া সম্পাদক মো:রতন মিয়া( দৈনিক বঙ্গ জননী ), নির্বাহী সদস্য-১ জাহাঙ্গীর আলম ( নিউজ 24 টিভি), নির্বাহী সদস্য-২ রোকনুজ্জামান খান (দৈনিক স্বাধীন বাংলা ) নির্বাহী সদস্য -৩ মোসলেহ উদ্দিন খান বাবুল (আল মিনার )।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শামসুল হক রিপন ও মিথু সিদ্দিকী, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, সহকারী নির্বাচন কমিশনারে দায়িত্ব ছিলেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আলাউদ্দিন ও ক্লাবের উপদেষ্টা কামরুজ্জামান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics